Breaking News

ক্লাসে চলছে পুরোদমে পঠনপাঠন!আচমকাই ভেঙে পড়ল স্কুল বিল্ডিংয়ের চাঙড়, গুরুতর জখম ২ছাত্রী

দেবরীনা মণ্ডল সাহা :- স্কুল চলাকালীন স্কুলের বিল্ডিং-এর একাংশ ভেঙে গিয়ে গুরুতর জখম দুই ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট এক নম্বর ব্লকের শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে মহিলা শৌচাগারের কাছে স্কুলের বিল্ডিংয়ের একাংশ হঠাৎ করে ভেঙে যায়। স্কুলের বিল্ডিংয়ের ছাদের অংশ ভেঙে গিয়ে অষ্টম শ্রেণীর দুই ছাত্রীর গায়ে পড়ে এবং তার জেরে গুরুতর জখম হয় তারা। তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুই ছাত্রীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসেন। আহত এক ছাত্রী জানায়, আমি আর আমার সহপাঠী শৌচালয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ে। এর জেরে আমাদের মাথায় আঘাত লাগে|এই বিষয়ে স্কুলের তরফে এক শিক্ষক বলেন, “হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ আমরা আহত ছাত্রীদের চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে এসেছি৷ স্কুলের পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছে ৷ স্কুলটির সংস্কারের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷”এই নিয়ে মগরাহাট পশ্চিম সার্কেল ইন্সপেক্টর রাজু স্বর্ণকার বলেন, “ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের তরফে সম্পূর্ণ বিষয় আমাদেরকে জানানো হয়েছে ৷ স্কুল সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ৷ খুব শীঘ্রই স্কুলটি সংস্কারের কাজ শুরু হবে ৷”এই ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *