প্রসেনজিৎ ধর :- প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪২ কোপে খুন। সেই সুতপা চৌধুরী খুনে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। ফাঁসি রদ, আমৃত্যু কারাদণ্ড, ৫০০০০ টাকা জরিমানা খুনি সুশান্ত চৌধুরীর।হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। অর্থাৎ ২০৬২ সালের মে মাসের আগে সাজা কমানোর কোনও আবেদন করা যাবে না, যা রাজ্যে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। রায় ঘোষণা বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের।২ মে ২০২২, সন্ধে ৬:৩৫ বহরমপুর গোরাবাজরে মেসে ফিরছিল সুতপা চৌধুরী। সেই সময় তাকে ৪২ কোপে খুন করে সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী প্রেমে ব্যর্থ হয়ে এই কাজ করে বলে সে জানায় | ২০২৩, অগাস্ট মাসে মৃত্যদণ্ড হয় সুশান্ত চৌধুরীর বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট ৩ নম্বরে। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে সুশান্ত। অন্যদিকে মৃত্যদণ্ড সুনিশ্চিত করতে চেয়ে ডেথ রেফারেন্স মামলা করে রাজ্য| ফাঁসির সাজা ঘোষণার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সুশান্ত। সাজা কমানোর আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দোষী সুশান্ত। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বুধবার বিচারপতি ফাঁসির সাজা রদ করে নজিরবিহীন রায় দেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। অর্থাৎ ২০৬২ সালের মে মাসের আগে সাজা কমানোর কোনও আবেদন করা যাবে না। দোষীর ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Hindustan TV Bangla Bengali News Portal