প্রসেনজিৎ ধর :-পুলিশকে হুমকি কাণ্ডের পর আবারও অস্বস্তিতে পড়লেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যাঁর চারপাশে এতদিন মোতায়েন থাকত ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা, এবার সেই নিরাপত্তায় কাটছাঁট করা হল। কমানো হল অনুব্রত মণ্ডলের সুরক্ষা ব্যবস্থা। এতদিন অনুব্রত মণ্ডলের গাড়ির আগে একটি পাইলট কার, পিছনে দুটি এসকর্ট গাড়ি থাকত। প্রায় ১৬ জন সশস্ত্র পুলিশ অফিসার ও কর্মী মোতায়েন ছিলেন। ওয়াকিটকির মাধ্যমে নিরাপত্তার স্বার্থে তাঁরা যোগাযোগ রাখতেন। দুই বছর তিহার জেলে থেকে ফেরার পরেও তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। এমনকী, তাঁর বোলপুরের নিচুপট্টির বাড়িতেও ৪ থেকে ৬ জন সশস্ত্র পুলিশ নিরাপত্তার জন্য সর্বক্ষণ মোতায়েন থাকতেন। তাও কমিয়ে দেওয়া হয়েছে |নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক আধিকারিকের দাবি, “রাজ্য থেকে নির্দেশ আসার পরেই অনুব্রতর নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানো হয়েছে। আগে তাঁরা বিশেষ কালো পোশাকে থাকতেন। এখন পুলিশের খাকি পোশাকে থাকবেন। কমেছে তাঁদের সংখ্যাও।”প্রসঙ্গত, এ বিষয়ে অবশ্য জেলার পুলিশ সুপার আমনদীপ মুখ খুলতে রাজি হননি। অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও কোনও মন্তব্য করতে চাননি। এমনকী জেলার তৃণমূল কোর কমিটির সদস্যরাও এই প্রসঙ্গে স্পষ্ট কিছু বলেননি, বরং বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal