দেবরীনা মণ্ডল সাহা :-কুলটির সীতারামপুর এথোড়া রোডে গলা কাটা অবস্থায় উদ্ধার হয়েছিল জামুরিয়ার যুবক দেবজ্যোতি সিংয়ের দেহ। এই ঘটনার তদন্তে নেমে কুলটি থানার পুলিশ দেবজ্যোতির প্রেমিকাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পাম্মি শর্মা ৷ তার বাড়ি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত পারবেলিয়া এলাকায়। ধৃত পাম্মি শর্মাকে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয়।গত ৫ জুন কুলটি থানার সীতারামপুরে রাস্তার পাশে দেবজ্যোতির গলাকাটা দেহ উদ্ধার হয়। পাশে পড়ে ছিল যুবকের মোটর সাইকেলটি। এটি খুন না দুর্ঘটনা তা নিয়ে দ্বিধায় ছিল পুলিশ। তবে নিহতের পরিবার খুনের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই রাতে প্রেমিকা পম্পি শর্মাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে গিয়েছিলেন দেবজ্যোতি। তার পরই তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় একটি জমি কেনাবেচার সংস্থায় একসঙ্গে কাজ করতেন দুজনে। সেখান থেকেই সম্পর্কে জড়ান তাঁরা। পুলিশ পম্পিকে জেরা করতে একাধিক অসংলগ্ন কথা বলতে থাকে সে। এর পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার পাবেলিয়ার বাসিন্দা ওই তরুণী। তাঁর সঙ্গে স্থানীয় এক যুবকেরও সম্পর্ক রয়েছে। ত্রিকোণ প্রেমের জেরে খুন করা হয়েছে দেবজ্যোতিকে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতকে জেরা করে এই খুনে আর কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটরের কুলটি এসিপি জাভেদ হোসেন বলেন, “যুবক খুনের ঘটনায় তার প্রেমিকা পাম্মি শর্মাকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য মিলবে বলে আমরা মনে করছি। সেই কারণেই তাকে পুলিশি হেফাজতে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই।”
Hindustan TV Bangla Bengali News Portal