দেবরীনা মণ্ডল সাহা :- গুজরাতের আহমেদাবাদে ২৪২ জনকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি। ইতিমধ্যেই অহমদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত। এটা অত্যন্ত দুঃখের ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি। তাঁদের সমবেদনা জানাই। যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছি। বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি।’ তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। যদিও হতাহতের স্পষ্ট খবর নেই। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।”শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্থদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি।’অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, ডিজিসিএ, মন্ত্রকের সচিব, আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁর কথায়, ‘‘দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকাজ চলছে। যত বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়, সেটাই দেখা হচ্ছে।’’
Hindustan TV Bangla Bengali News Portal