দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) থেকে ডিএলএড পাশ করা বহু চাকরিপ্রার্থী। একটি মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন, এনআইওএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। প্রাথমিক পর্ষদকে তাঁর নির্দেশ, চাকরিপ্রার্থীদের নথি যাচাই করে যাঁরা যোগ্য তাঁদের নিয়ে আরেকটি মেধাতালিকা তৈরি করতে হবে এবং তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে।প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তির জেরে শতাধিক এনআইওএস ডিএলএড প্রার্থীর আবেদন আটকে ছিল। ৩০ মে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুধুমাত্র সুপ্রিম কোর্টে আবেদনকারী প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বঞ্চিত প্রার্থীরা। তাঁদের দাবি ছিল, সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড প্রার্থীদের নিয়োগে অন্তর্ভুক্তির ছাড়পত্র দিলেও পর্ষদ শুধু মামলাকারীদের ক্ষেত্রে তা প্রযোজ্য করছে। তাঁদের বক্তব্য ছিল, এটা অনৈতিক এবং আদালতের নির্দেশের পরিপন্থী।শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি উল্লেখ করেন, যাঁরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই নিয়োগে অংশগ্রহণের অধিকার রাখেন। শুধু মামলাকারী বলেই কাউকে আলাদা করে দেখা যায় না। আদালতের নির্দেশ, পর্ষদকে আবেদনকারীদের নথি যাচাই করতে হবে এবং তাঁদের নিয়ে একটি পৃথক মেধাতালিকা তৈরি করে পরবর্তী নিয়োগে অন্তর্ভুক্ত করতে হবে।উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিক টেট পরীক্ষার পর থেকেই চাকরি পাওয়ার আশায় দিন গুনছিলেন প্রার্থীরা। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যাঁদের বিএড ডিগ্রি রয়েছে, তাঁরা প্রাথমিক শিক্ষক পদে চাকরির আবেদন করতে পারবেন না। নিয়োগের ক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণে পাশ করা বাধ্যতামূলক। ২০১৪ টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না বলেই শীর্ষ আদালতের নির্দেশে জট তৈরি হয়। ২০১৪ সালের উত্তীর্ণ প্রার্থীরা তাই ২০২০ সালে ডিএলএড প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। তবে ২০২২-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ওই চাকরি প্রার্থীরা ততদিনে ডিএলএড-এর শংসাপত্র হাতে পাননি। ফলে চাকরি প্রার্থীদের একাংশ আদালতে এ নিয়ে মামলা করে। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।
Hindustan TV Bangla Bengali News Portal