নিজস্ব সংবাদদাতা :-ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ফের কড়া বার্তা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে নিজের ঘরে ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে দলের নির্দেশ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। সূত্রের খবর, ওই চিঠিতে ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’ বলে উল্লেখ রয়েছে।সূত্রের খবর, এদিন শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুনকে একটি চিঠি ধরিয়েছেন। তাতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের সামনে হুমায়ুন যে যে সব মন্তব্য করছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি যদি এই ধরণের মন্তব্য করা থেকে বিরত না থাকেন তাহলে তাঁর বিধায়কপদ খারিজ করা হতে পারে। এবারই তাঁকে শেষ সতর্ক করা হল। চিঠি হাতে পেয়ে এদিন হাসতে হাসতে বিধানসভা থেকে বেরোন হুমায়ুন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘সময় এলে সব কিছু জানতে পারবেন। আমি ন্যায়ের পক্ষে আছি। তৃণমূলের পক্ষেই আছি। দিদি, অভিষেকের পক্ষেই আছি। কিন্তু যারা দিদি ও অভিষেকের নাম নিয়ে জেলায় আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময়মতো যোগ্য জবাব পেয়ে যাবে।’প্রসঙ্গত, এর আগেও একাধিকবার হুমায়ুন কবীরকে নানা উত্তেজক মন্তব্য করতে দেখা গিয়েছে। দলের শৃঙ্খলারক্ষায় যেন বরাবর উদাসীন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ধর্ম সংক্রান্ত বাগযুদ্ধে জড়িয়ে গত মার্চে দলের শৃঙ্খলারক্ষা কমিটির শোকজের মুখে পড়েছিলেন ভরতপুরের ‘বিতর্কিত’ বিধায়ক। তবে তা সত্ত্বেও তাঁর হুঁশ না ফেরায় দল চরম সিদ্ধান্তের পথে এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal