প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে ৬ লাখের বেশি মহিলা বার্ধক্য ভাতা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু যাঁদের বয়স ৬০ বছর পেরেয়ি গিয়েছে তাঁরা ‘অটোমেটিক’ ভাবেই বার্ধক্য ভাতা পাচ্ছেন। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । এদিন তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে বিধানসভাকে এই তথ্য দিয়েছেন তিনি ।শুক্রবার বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন শাসক ও বিরোধীদলের বিধায়করা। সেখানে শাসকদলেরই পাথরপ্রতিমা বিধায়ক সমীরকুমার জানা জানতে চান রাজ্যে কতজন বৃদ্ধা বার্ধক্য ভাতা পাচ্ছেন? সেই প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা জানান, ৬ লাখ ৮২ হাজার ৮৯৫ জন এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই বার্ধক্য ভাতা হিসেবে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু সময়ই জানিয়েছিলেন, এই প্রকল্পে রাজ্যের যুবতীরা মাসিক ভাতা পাবেন। বয়স ৬০ বছর হয়ে গেলেই তাঁরাই বার্ধক্য ভাতা হিসাবে ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। সেই মতোই যাঁদেরই বয়স ৬০-এর গণ্ডি ছুঁয়েছে তাঁরাই বার্ধক্য ভাতা পাচ্ছেন। পাশাপাশি মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন।মন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৮৯৫ জন লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতার জন্য রূপান্তরিত উপভোক্তা তালিকায় গিয়েছেন । ইতিমধ্যেই রাজ্য সরকারের জয়বাংলা পোর্টালে এঁদের নাম নথিভুক্ত করা হয়েছে । এঁদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় গিয়েছেন ৬ লক্ষ ৩৪ হাজার ৮৩৭ জন । লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তফশিলি বন্ধুতে সুবিধা পাচ্ছেন ৪১ হাজার ৮৯২ জন । লক্ষ্মীর ভাণ্ডার থেকে জয় জোহার পাচ্ছেন ৬,১৬৬ জন ।”শশী পাঁজা আরও জানান, এই মুহূর্তে রাজ্যে সামগ্রিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা দু’কোটি কুড়ি লক্ষেরও বেশি । এ বছর ১০ জুন পর্যন্ত ৬৩ হাজার ৬১৫ কোটি টাকারও বেশি লক্ষ্মীর ভাণ্ডার খাতে খরচ করেছে রাজ্য সরকার । ২০২১ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া আটটি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন । এর বেশিরভাগ সংখ্যক মহিলাই এখন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন বলে জানান নারী, শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ।
Hindustan TV Bangla Bengali News Portal