প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুচিপাড়ায় বৃদ্ধা খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত বছর তিপ্পান্নর ময়মুর আলি গাজি। তাকে শনিবার ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে গ্রেফতার করে লালবাজার।তাকে আজ আদালতে পেশ করা হয় |তার কাছ থেকে উদ্ধার রয়েছে একাধিক সোনার গয়না-সহ একাধিক সামগ্রী। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। ময়মুর পুরনো জিনিসপত্র কেনাকাটির ব্যবসা করত। পুলিশ সূত্রে খবর, নিহত বৃদ্ধা তাঁর বাড়িতে একাই থাকতেন। বেশ কয়েকদিন ধরে দামি পুরনো আসবাবপত্র বিক্রির চেষ্টা করছিলেন। গত ১১ জুন সকাল ন’টা নাগাদ ময়মুর তাঁর বাড়িতে আসে। দরজা ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ডাকে। আসবাব কেনার অছিলায় বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেই সময় ময়মুরের গলায় ছিল একটি গামছা। দোতলায় যাওয়ার পথে ওই গামছা দিয়ে বৃদ্ধার গলায় ফাঁস লাগিয়ে খুন করে ময়মুর। তাঁর কানের দুল, হার, আংটি এবং হাতের চুরি হাতিয়ে নেয়। আলমারিতে থাকা নগদ কিছু টাকাও লুট করে। বেরোনোর সময় বৃদ্ধার বাড়ি থেকে একটি তালা, চাবি নিয়ে বেরয় সে। মাত্র ৫ মিনিটের মধ্যে ‘অপারেশন’ সেরে বাইরে থেকে তালা দিয়ে এলাকা ছাড়ে ময়মুর। যাতে সিসিটিভি ফুটেজে ধরা না পড়ে তাই তার মাথায় ছিল ছাতা।লালবাজার সূত্রের খবর, মূলত ডাকাতির জন্যই ওই বৃদ্ধাকে প্রথমে গলা টিপে হত্যা। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্থির কোপ মারা হয় | মূলত লালবাজারের গোয়েন্দারা তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটে সংগ্রহ করে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন পরবর্তী সময়ে পার্শ্ববর্তী সমস্ত তথ্য একত্রিত করে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে রেখেছিল অভিযুক্ত।গতকাল রাতেই অন করার ফলে তার লোকেশন জানতে পারেন তদন্তকারীরা সেই মতো আজ মগরাহাট থেকে গ্রেফতার করে লালবাজার। উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না ৷নিজেদের হেফাজতে চাইবে আদালতে পেশ করে পুলিশ। মূলত, এই ঘটনা নেপথ্যে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সমস্ত তথ্য জানার জন্যই নিজেদের হেফাজতে নেবে পুলিশ। গত বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকার সার্ফেন টাইন এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় নমিতা পাল নামে এই বৃদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। তারপরই তাঁদের ধারণা হয় বৃদ্ধাকে খুন করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal