প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান | এমনকি রাস্তায় শুয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান তাঁরা | সামাল দিতে বেশকয়েকজনকে গ্রেফতার পুলিশের | এদিন বেলা আড়াইটে নাগাদ মোট ২১১ জন চাকরিপ্রার্থী হঠাৎ চলে আসেন হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাট রোডের সংযোগস্থলে | এরপর নিজেদের দাবি জানাতে শুয়ে পড়েন রাস্তায় |
এর মধ্যে ছিলেন ৬৪ জন মহিলা চাকরিপ্রার্থী | তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের গেজেটে ২০১৬ সাল থেকে প্যানেলভুক্ত হয়ে থাকলেও তাদের চাকরি দিতে টালবাহানা করছে রাজ্যের শিক্ষা দফতর | এর আগে ২০১৯ সালে টানা ২৮ দিন ধর্না ধরেছিলেন মেয়ো রোডে অবস্থান ও অনশন কর্মসূচি নিয়ে ছিল| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মেধাতালিকায় শিক্ষকদের নেওয়া হবে বলেছিলেন | কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হয়নি | পাশাপাশি শিক্ষকরা দাবি করেছেন ওয়েটিং লিস্টে প্রথমদিকে শিক্ষকদের নিয়োগ করা হলেও শেষের দিকে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে | এমনটাই দাবি করেছেন বিক্ষোভকারীরা | হঠাৎ করে এই আন্দোলনে কিছুক্ষণের জন্য আটকে যায় হাজরা-কালীঘাট রাস্তার যান চলাচল | পরে ডিসি সাউথ পি.সুধীর কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| তাঁদের আটক করে লালবাজার সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয় | পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে |