দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ণ পাল নজর কাড়ল নিট পরীক্ষাতেও| মেডিক্যালে ভর্তি পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করেছে বর্ধমানের রূপায়ণ। শনিবার এনআইআইটি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।রূপায়ণ জানায়, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি, নিট পরীক্ষার জন্যেও প্রস্তুতি চলছিল। পরীক্ষা ভালো হলেও রাজ্যের মধ্যে প্রথম স্থান একেবারেই কল্পনা করতে পারেনি। ফল জানার পরেই বর্ধমান শহরের সুভাষপল্লির বাড়িতে শুভেচ্ছা আসতে শুরু করে। ছেলের এই সাফল্যে খুশি পরিবার-পরিজনেরা।এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল। তখনই সে জানিয়েছিল ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান নিয়েই পড়তে চায়। এদিন নিট পরীক্ষায় নজরকাড়া ফল করে রূপায়ন জানায়, দিল্লি এইমসে ভর্তি হতে চায় সে। পড়াশুনা শেষ হবার পর অবশ্য বাংলাতেই ফিরে আসার ইচ্ছে রয়েছে তার। তাঁর কথায়, “বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার কিছু নেই। তারাও সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পাচ্ছে।”পূর্ব বর্ধমান জেলার এই কৃতী বরাবরই মেধাবী। স্কুলেও ভাল রেজাল্ট করত। তাই এই ফল খুব অপ্রত্যাশিত ছিল না। তবে উচ্চ মাধ্যমিকে একেবারে শীর্ষস্থান দখল করে নেবে তা একেবারেই ভাবনাতীত ছিল রূপায়ণের। তার বাবা-মা, দু’জনেই ইংরেজির শিক্ষক। তাঁরা যথাসাধ্য সাহায্য করেছেন ছেলের পড়াশোনাতে। ক্লাস এইটে পড়ার সময় থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিত সে।রূপায়ণ বলে,”ডাক্তারি নিয়েই আগামী দিনে পড়াশোনা করবে সে। নিউরো সার্জারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। এজন্য দিল্লি এআইএমএস থেকে পড়ার ইচ্ছে রয়েছে।” তবে, পড়াশোনা শেষে রাজ্যে ফিরেই মানুষের সেবা করতে চায় বলে জানিয়েছে এই কৃতী।ছেলে ছোট থেকেই ডাক্তার হতে চায়। রূপায়ণের বাবা রবীন্দ্রনাথ পাল বলেন,”ওর ইচ্ছেমতোই আগামী দিনে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করবে।”
Hindustan TV Bangla Bengali News Portal