Breaking News

আবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি!সেই আহমেদাবাদ বিমানবন্দর,উড়ানের আগেই বাতিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট

প্রসেনজিৎ ধর,কলকাতা :-ফের এয়ার ইন্ডিয়ার বিমান এবং আহমেদাবাদ বিমানবন্দর| বিমানটি যাওয়ার কথাও ছিল সেই লন্ডনেই | যান্ত্রিক গোলযোগের কারণে উড়ানই বাতিল করে দিতে হল। মঙ্গলবার নয়াদিল্লি থেকে আহমেদাবাদ বিমানবন্দরে আসে এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ বিমানটি| যাত্রীদের নিয়ে বিমানটির লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিমানটিতে টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। তারপরেই বিমানটির উড়ান বাতিল করা হয়। বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের | যান্ত্রিক গোলযোগের কারণে উড়ানই বাতিল করে দিতে হল | হঠাৎ করে ফ্লাইট বাতিলের জেরে যথেষ্ট বিপাকে পড়েছেন যাত্রীরা| তাঁদের বক্তব্য, বিমানবন্দরে পৌঁছানোর পর কোনও কারণ না দেখিয়ে ফ্লাইট বাতিলের কথা জানানো হয়| ঘটনায় অনেক যাত্রীই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন| বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের বিমান এআই ১৭১| ওড়ার প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে মেঘানিনগরে ভেঙে পড়ে সেটি। এই দুর্ঘটনার পরে আহমেদাবাদ-লন্ডন ফ্লাইটের নম্বর বদলে এখন এআই-১৫৯ | কিন্তু এয়ার ইন্ডিয়ার এখন যেন চরম দুঃসময় চলছে |একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে | এদিন এই ফ্লাইটের পাশাপাশি দিল্লি-প্যারিস ফ্লাইটও বাতিল হয় এয়ার ইন্ডিয়ার | ওই দুর্ঘটনার পাঁচ দিন পরে মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার প্রথম লন্ডনগামী বিমানের ওড়ার কথা ছিল আহমেদাবাদ বিমানবন্দর থেকে। কিন্তু সেটা শেষপর্যন্ত এদিন সম্ভব হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *