Breaking News

ওবিসি সংরক্ষণ: কলকাতা পুরুসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট! প্রকাশ করতে হবে নতুন বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর ও নগরোন্নয়ন দফতরকে। সাত দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দফতরকে। সেই মোতাবেক নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ওবিসি বিতর্কের জেরে আগের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বুধবার সেই নিয়োগপ্রক্রিয়া স্থগিত করে দেয় কমিশন। বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, ২০১০ সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করা যাবে। আইন অনুযায়ী তারা ৭ শতাংশ সংরক্ষণ পাবে।আদালতের নির্দেশ মেনে নতুন করে শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ৷ এদিন কলকাতা পুরনিগমের কমিশনার ও রাজ্যের মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্টে ৷ নির্দেশ মেনে তাঁরা মামলার শুনানিতে ভার্চুয়ালি অংশ নেন ৷ বিচারপতি কৌশিক চন্দ বলেন, “নিয়োগের ব্যাপারে দুই দফতর নিজেদের গা বাঁচাতে একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে৷” হাইকোর্ট জানিয়ে দেয়, এই বিজ্ঞপ্তি বাতিল করা হল | নতুন করে কলকাতা পুরনিগমের শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে তাদের তালিকা পাঠাতে হবে | সেই তালিকা বিবেচনা করে সাত দিনের মধ্যে অনুমতি দেবে দফতর | তারপরেই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারবে | হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ডিভিশন বেঞ্চের বেঁধে দেওয়া ৬৬টি ওবিসি সম্প্রদায় ও সাত শতাংশ সংরক্ষণের যে রূপরেখা আছে তাকেই কার্যকর করতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *