প্রসেনজিৎ ধর, কলকাতা :- আহমেদাবাদে বিমান বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সতর্ক হল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়ের দু’পাশে বাড়ির উচ্চতা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামের বিধায়ক হিসাবে এদিন তিনি বক্তব্য রেখেছেন। তাঁর কথায়, বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে কোনও নির্মাণ করতে হলে কর্তৃপক্ষের NOC নিতে হবে বলে জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার পরই পুরসভার অনুমোদন মিলবে বলে জানানো হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি বিধাননগর, উত্তর দমদম, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর-সহ আশপাশের সব পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েছে, এখন থেকে বিমানবন্দরের ২০ কিলোমিটার জুড়ে যে কোনও নতুন বহুতল নির্মাণে তাদের অনুমতি বাধ্যতামূলক।দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম, নিউ বারাকপুর ছাড়াও কলকাতার কিছুটা অংশ চলে আসে। গত ১২ জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পর ঝুঁকি এড়াতে নয়া নির্দেশিকা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।এই ঘটনার পর নড়েচড়ে বসে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া৷ বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণের আগে এয়ারপোর্ট অথরিটির ছাড়পত্র বাধ্যতামূলক করা নির্দেশ দেওয়া হয় ৷ এতদিন এই নিয়ম বিমানবন্দরের ১০ কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল ৷ কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী সেই পরিধি দ্বিগুণ করা হয়েছে । ফলে কলকাতার কিছু অংশও এই নিয়ন্ত্রণের আওতায় পড়বে বলে মনে করা হচ্ছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট পুরসভাগুলিকে ফ্ল্যাট বা বহুতল নির্মাণের অনুমতি দেওয়ার আগে এয়ারপোর্ট অথরিটিকে জানাতে হবে। কর্তৃপক্ষ সেই আবেদনে পর্যবেক্ষণ করে ছাড়পত্র দেবে কি না, তা জানাবে অনলাইনে।
Hindustan TV Bangla Bengali News Portal