Breaking News

কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমায় মৃত্যু ১০ বছরের এক শিশু কন্যার! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :- উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে| সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি এলাকা দিয়ে যাচ্ছিল তৃণমূলের মিছিল। সে সময় বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ সেই বোমার অংশ এসে লাগে নাবালিকার গলায় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে ঘরের ভিতরেই ছিল তামান্না ৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা ৷ অপরাধীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, তৃণমূলকে দুষেছে বিজেপি-সিপিএম ৷এ ব্যাপারে টুইটে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুকন্যার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।এ ব্যাপারে তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদ বলেন,জয়ের আনন্দকে নষ্ট করতে কেউ বা কারা এঘটনা ঘটাল কিনা, তাও খতিয়ে দেখা দরকার। পুলিশ তদন্তে সবটা দেখছে। একই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *