দেবরীনা মণ্ডল সাহা:- আসানসোলের মহিশীলা কলোনির চক্রবর্তী মোডের পূর্ব পাড়া এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল থেকে উদ্ধার হল নিরাপত্তারক্ষীর রক্তাক্ত দেহ| সোমবার সকালে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত নিরাপত্তা রক্ষীর নাম নিরঞ্জন পাল। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছেন।পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির মুখে গভীর ক্ষতচিহ্ন রয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে তাঁর মুখে আঘাত করা হয়েছে ৷ তবে, মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ এই নিয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাদ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল, পুলিশ তা খতিয়ে দেখছে ৷”জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা বেবি ক্লিনিক এলাকার বাসিন্দা নিরঞ্জন পালের ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকালে ইলেকট্রিকের বিভিন্ন কাজকর্ম করতেন তিনি ৷ আর রাতে মহিশীলা পূর্বপাড়া এলাকায় ওই নির্মীয়মান বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৷ রবিবার রাতেও তিনি বাড়ি থেকে খেয়ে কাজে গিয়েছিলেন ৷এদিন সকালে ওই নির্মীয়মান বহুতলে মিস্ত্রিরা যখন কাজ করতে যান, তখন দেখেন কাঠের চৌকিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নীরঞ্জন পাল ৷ আর তাঁর মুখে ক্ষতচিহ্ন রয়েছে ৷ এরপরেই খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহুতলটি ঘিরে ফেলে ৷ নিরঞ্জন পালের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ মানস দাস ৷ তিনি বলেন, “মনে হচ্ছে ভোররাতে এই ঘটনা ঘটেছে ৷ কেউ বা কারা একটি নির্মীয়মান বহুতলের যে নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁকে ভারি কোনও জিনিস দিয়ে আঘাত করে খুন করেছে ৷ পুলিশকে বলব দ্রুত এই ঘটনা তদন্ত করতে ৷”
Hindustan TV Bangla Bengali News Portal