প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজস্থানে বাংলাদেশি বলে আটক এ রাজ্যের বাসিন্দা। এই ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে?’ |রাজস্থানের বিজেপি সরকারকে মমতার প্রশ্ন,”বাংলায় কথা বলে কী অপরাধ করেছি আমরা, এই বিজেপি সরকারের কাছে? ভয়ানক অবস্থা চলছে। এর প্রতিবাদে আমরা পথে নামব।” মঙ্গলবার বিধানসভায় এদিন গর্জে উঠলেন মমতা।ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের কাছ থেকে জানা গিয়েছে, রাজস্থানে ‘বাংলাদেশি’ বলে ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম-সহ পাশ্ববর্তী গ্রামের প্রায় ৩০০ জনকে আটক করে রাখা হয়েছে। তাঁরা যোগাযোগ করেছেন বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে। আর বিধায়ক ব্যাপারটি জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গ উত্থাপিত হয়। এতজন শ্রমিকের আটকে থাকার মর্মান্তিক ছবি দেখানো হয়।এসব দেখে মুখ্যমন্ত্রী রাজস্থানের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ”গত কয়েক দিন ধরেই এটা চলছে। বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক! আমাদের, বাঙালিদের সম্মান করলে তোমরাও সম্মান পাবে না। বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন। বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করবে? তামিল বললে কি শ্রীলঙ্কায় পাঠাবে তাহলে? আর গোর্খা যারা তাদের কি নেপালে পাঠাবে? আসলে বাংলায় কথা শুনলেই এরা জ্বলে।”রাজস্থানে আটকে থাকা বাংলার শ্রমিকদের উদ্ধারের বিষয়টি নিয়ে রাজস্থানের মুখ্যসচিবের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal