দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নিয়োগে দুর্নীতির মামলায় জেলে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে এই জামিন শুধু ইডির দায়ের করা মামলার ক্ষেত্রে। সিবিআইয়ের অন্য একটি মামলায় এখনও তিনি ছাড়া পাননি। ফলে আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। সেই থেকে একাধিকবার শর্তসাপেক্ষে তাঁর জামিন হলেও জেলমুক্তি হয়নি। এবারও ইডির মামলায় হাইকোর্ট জামিন দিলেও আপাতত জেলবন্দিই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।গ্রেপ্তারির পর থেকেই বারবার জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। তবে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে বিরোধিতা করা হয়। তদন্তে উঠে এসেছে, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এবং তাঁর তৈরি উপদেষ্টা কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন। এই কারণে নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম সিবিআই তদন্ত শুরু করে । পরে তাঁকে গ্রেফতার করে। পরে ইডিও আর্থিক দুর্নীতির অভিযোগে আলাদা মামলা দায়ের করে। দুটি মামলার ভিত্তিতে দীর্ঘদিন ধরে তিনি জেল হেফাজতে ছিলেন। তবে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন। ইডি আদালতে এর বিরোধিতা করলেও বিচারক সবপক্ষের বক্তব্য শোনার পর তাঁর জামিন মঞ্জুর করেন। তবে জামিন পাওয়া সত্ত্বেও এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। কারণ সিবিআইয়ের মামলায় তাঁর বিচার এখনও চলছে। ফলে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal