Breaking News

দিঘার প্রথম রথযাত্রা,নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর!মোতায়েন ৩,০০০ ফোর্স,দুর্ঘটনা এড়াতে কি কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী?

দেবরীনা মণ্ডল সাহা :-জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সৈকত শহর দিঘায় প্রথমবার হবে রথযাত্রা ৷ তাতে সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার দুপুর আড়াইটায় যাত্রা শুরু হবে রথের ৷দিঘায় রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান, রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না। পদপিষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতে রাস্তার দু’ধারে ব্যারিকেড করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যারিকেডের ও পার থেকে রথ দেখতে পারবেন সাধারণ মানুষ। তাছাড়া ব্যারিকেডের সঙ্গে রথের দড়িও লাগানো থাকবে বলে জানিয়েছেন তিনি। ফলে দু’ধারের ব্যারিকেডের ও পারে থাকা মানুষ রথের দড়িও ছুঁতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।রথযাত্রা উপলক্ষে বুধবারই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ৷ তারপর বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । রথ উপলক্ষে সৈকত শহরে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন ৷ তাঁরা সকলে এখানে জগন্নাথদেবের প্রথমবার মাসির বাড়ি যাত্রা নিজের চোখে দেখার অপেক্ষায় । ফলে এই উৎসবকে কেন্দ্র করে দিঘায় মানুষের মধ্যে আগ্রহ চরমে । কিন্তু এই আগ্রহ যেন কোনওভাবে কোনও দুর্ঘটনার কারণ না-হয়, সেজন্যই সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী এই বৈঠক করলেন বলে জানা গিয়েছে ।মুখ্যমন্ত্রী আরও বলেন, “সকালবেলায় মন্দির খোলা থাকবে । পাথরের যে মূর্তিটি সেটা রথে তোলা হবে সকাল সাড়ে ন’টার পর । সাড়ে ন’টার পর থেকে রথ দর্শন করা যাবে ।” মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি দুপুর দুটো নাগাদ মন্দির প্রাঙ্গণে আসবেন । দুটো থেকে আড়াইটা পর্যন্ত মন্দিরের সামনেই রথে আরতি করা হবে । দুপুর আড়াইটার সময় রথযাত্রা শুরু হবে । চারটেয় শেষ হবে ।মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি সাধারণ মানুষের কাছে সহযোগিতা এবং শুভকামনা চাইব| আমরা এই আয়োজন প্রথমবার করছি । রথ এবং উলটোরথ উভয় যাত্রাই যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাই আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের সহযোগিতা চাইছি ।”

মঙ্গলবারই অন্যান্য জেলা থেকে বাড়তি পুলিশ ফোর্স এসে পৌঁছেছে দিঘায়। নিরাপত্তায় কোনও খামতি না রাখতে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে প্রশাসনের তরফে। রাজ্য পুলিশের এডিজি বিনীত গোয়েল নিজে মঙ্গলবার দুপুরে দিঘায় এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। রথযাত্রা ঘিরে প্রশাসনিক নজরদারিও ব্যাপক। নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য চার জন অতিরিক্ত জেলাশাসককে বিভিন্ন দায়িত্বে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রায় ২০ জন ম্যাজিস্ট্রেটকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *