দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। কত লোক নিয়ে কখন মিছিল করা যাবে, তা বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালত এও জানিয়েছে, শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।সময়সীমা: মিছিল দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।সীমিত অংশগ্রহণ: সর্বোচ্চ ৩,০০০ লোক নিয়ে মিছিল করা যাবে।রুট নির্ধারণ: মিছিল শুরু হবে রাসবিহারী মোড় থেকে। বিজন সেতু পার করে ক্রসিং পর্যন্তই যেতে পারবে মিছিল। রাস্তা ব্যবহার: রাস্তার এক-তৃতীয়াংশে মিছিল হবে। বাকি দুই-তৃতীয়াংশ খোলা রাখতে হবে যানবাহন চলাচলের জন্য। পুলিশের সহযোগিতা: আয়োজকদের পুরো শর্ত মানতে হবে এবং মিছিল পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্তদের নাম ও যোগাযোগ নম্বর পুলিশকে দিতে হবে।আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “হাইকোর্টের রায়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত। মিছিল শান্তিপূর্ণভাবেই হবে। শর্তাবলি আমরা মেনে চলব।”
Hindustan TV Bangla Bengali News Portal