Breaking News

সুকান্তর উত্তরসূরি কে?রাজ্য সভাপতি নির্বাচনের নোটিফিকেশন জারি বিজেপির, দৌড়ে এগিয়ে কে?নতুন রাজ্য সভাপতির নাম জানা যেতে পারে বুধেই

প্রসেনজিৎ ধর, কলকাতা :-২০২৬ সালে বিধানসভা নির্বাচন হবে বাংলায়। তার আগে ভারতীয় জনতা পার্টি তাদের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে। দলের রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন মনোনয়ন ও নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছেন। বুধবার (২ জুলাই) দলের বঙ্গ শাখার সভাপতি পদে মনোনয়ন গ্রহণ করা হবে, একই দিনে যাচাই-বাছাই ও প্রত্যাহার করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিতে।‘এক ব্যক্তি, এক পদ’ – এই নীতিই অনুসরণ করা হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে ৷ সেই নিয়ম অনুযায়ী, সুকান্ত মজুমদারের আর পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদে থাকার কথা নয় ৷ কিন্তু পরবর্তী সভাপতি নির্বাচিত না-হওয়ায় এখনও তিনি ওই পদেই রয়েছেন ৷ এবার বিজেপি নেতৃত্ব সভাপতি পদে সুকান্ত মজুমদারের উত্তরসূরী বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করল ৷ মঙ্গলবার ওই দলের তরফে ‘সংগঠন পর্ব – ২০২৪’ (বিজেপির সাংগঠনিক নির্বাচনের আনুষ্ঠানিক নাম)-এর নোটিফিকেশন জারি করা হল ৷ রাজ্য বিজেপির এই সাংগঠনিক নির্বাচনের রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মনের তরফে ওই নোটিফিকেশন জারি করা হয়েছে ৷মনোনয়ন জমা দেওয়ার জন্য দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে ৷ পরবর্তী একঘণ্টা অর্থাৎ বিকেল ৪টে থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৷ তারপরের একঘণ্টা অর্থাৎ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় রাখা হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য ৷ কেউ যদি চান, তাহলে ওই সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন ৷বুধবার সন্ধ্যা ৬টাতেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বিজেপির তরফে ৷বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘একাধিক প্রার্থী লড়াইয়ে থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ হবে এবং দুপুর দেড়টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। আগামী ৩ জুলাই কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। যদি এই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে প্রায় ৪১৫ জন রাজ্য কাউন্সিল সদস্য ভোটাভুটিতে অংশ নেবেন।বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের নাম। জানা গিয়েছে, শমীক সোমবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। যদিও এই সাংসদের ঘনিষ্ঠ মহলের দাবি, সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্যই তিনি দিল্লিতে গিয়েছেন। তবে অন্য একটি সূত্রের দাবি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা রবিশঙ্কর প্রসাদ।
গুঞ্জন, বিদেশে ‘অপারেশন সিঁদুর’ ও পাক সন্ত্রাসবিরোধিতা তুলে ধরার জন্য প্রতিনিধি দলে থাকা এই দুই সদস্যকে সেই সফর নিয়েই বিস্তারিত আলোচনার জন্য ডেকেছেন নড্ডা। যদিও অন্য একটি সূত্রের দাবি, এই প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দেখা করেছিলেন। জেনেছিলেন সফরের বিস্তারিত অভিজ্ঞতা। সেই ক্ষেত্রে নাড্ডার বাড়িতে শমীক এবং রবিশঙ্করের উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *