দেবরীনা মণ্ডল সাহা:-ঘরের ভিতরে লেপ, তোষক জড়ানো অবস্থায় উদ্ধার হল এক মহিলার গলা কাটা মৃতদেহ। দেহের একাধিক জায়গায় পচন ধরেছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, বেশ কয়েকদিন আগেই তাঁকে ‘খুন’ করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম মনোয়ারা বিবি (38) । খুনের আততায়ী কে ! কেনই বা ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ধোঁয়াশা কাটাতে তদন্তকারীরা মৃতের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । মৃতের মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোয়ারার এক ছেলে ও এক মেয়ে । মেয়ে একটি আবাসিক মাদ্রাসায় থেকে পড়াশোনা করে । ছেলে কাজ করেন কলকাতায় একটি বেসরকারি সংস্থায় । বছর দুয়েক আগে মহিলার স্বামী জাহাঙ্গির মণ্ডলের মৃত্যু হয়েছে । স্বামীর মৃত্যুর পর থেকে মনোয়ারা একাই থাকতেন বাড়িতে । গত তিনদিন ধরে বাড়ির বাইরে দেখা যায়নি তাঁকে । সোমবার সন্ধ্যার পর থেকে তাঁর বাড়ির চারপাশে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে । বাসিন্দারা ওই বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির সবকটা দরজায় বাইরে থেকে তালা বন্ধ করা রয়েছে । ঘরের ভিতরে পাখা ঘুরছে । বাসিন্দারা তখন পুলিশকে খবর দেন । রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পরে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, মেঝের উপর কিছু একটা লেপ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে ।পুলিশ কর্মীরা জড়ানো লেপ খুলতেই দেখা যায়, গৃহবধূ মনোয়ারার গলাকাটা দেহ রয়েছে তাঁর মধ্যে । এর পরেই খবর দেওয়া হয় নিহত মনোয়ারার ছেলে নয়ন মোল্লাকে । খবর পেয়ে কলকাতা থেকে তড়িঘড়ি গ্রামের বাড়িতে চলে আসেন তিনি । মায়ের পচাগলা দেহ উদ্ধারের খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন নয়ন । পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে । এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য শিমুল মোল্লা বলেন, “সোমবার রাতে নিহতের ছেলে এবং স্থানীয় কয়েকজন ফোন করে জানায় মহিলার বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ বেরচ্ছে । একথা শুনে মহিলার বাড়িতে এসে দেখি দুর্গন্ধে টেকা যাচ্ছে না । এরপর অনন্তপুর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হয় । তাঁরা এসে তালা ভেঙে ঘরের ভিতর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার করে । শুনলাম মহিলার নিথর দেহ লেপ-কাঁথা দিয়ে মোড়ানো ছিল । মেঝের মধ্যে উপুড় হয়ে পড়েছিল তাঁর দেহটি । মনে হচ্ছে, তিন-চার দিন আগে খুন করা হয়েছে তাঁকে । পুলিশ তদন্ত করে আততায়ীর খোঁজ করে কড়া পদক্ষেপ নিক, সেটাই চাই আমরা ।”
Hindustan TV Bangla Bengali News Portal