দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে জল্পনায় পড়ল সিলমোহর। রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য।আগে থেকেই শোনা যাচ্ছিল শমীক ভট্টাচার্যের নাম। সেই জল্পনার অবসান হল এদিন। দিল্লি থেকে ফিরে বুধবার দুপুর দু’টোয় মনোনয়ন পেশ করেন শমীক। মনোনয়ন জমা দেওয়ার পর রাজ্য বিজেপির পুরনো দপ্তর মুরলি ধর সেন লেনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় শমীক ভট্টাচার্যই রাজ্য বিজেপির সভাপতি হলেন। বর্তমানে রাজ্যসভার সাংসদ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী শমীক। উঠে এসেছেন একেবারে তৃণমূলস্তর থেকে। মাত্র ৮ বছর বয়সে ১৯৭১ সালে স্বয়ংসেবক সংঘে যোগ দেন। এরপর দক্ষিণ হাওড়া মণ্ডলের যুবমোর্চার সাধারণ সম্পাদক হন। একটানা ১১ বছর যুবমোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। পরপর তিনবার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। দলের জাতীয় কার্যকরী সমিতির সদস্য ছিলেন। রাজ্যের কোর কমিটিতেও ছিলেন তিনি। বসিরহাটের বিধায়কও ছিলেন। বর্তমানে রাজ্যসভা সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্রও।বেশ কয়েক বছর আগে দলের প্রচারে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়েন শমীকবাবু। মাথায় গুরুতর চোট পান তিনি। বেশ কয়েকমাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কার্যত মৃত্যুমুখ থেকে ফেরেন তিনি। হাসপাতাল থেকে ফিরে সামান্য সুস্থ হয়েই মাথা ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই বাড়ি থেকে টেলিভিশন চ্যানেলে দলের হয়ে দলের হয়ে গলা ফাটাতে শুরু করেন তিনি। সেই দুর্ঘটনার চিহ্ন এখনও রয়েছে শমীকবাবুর কপালে। সেই শমীকবাবুই এখন রাজ্য বিজেপির নেতৃত্বে। সামনে লক্ষ্য ২০২৬এর নির্বাচন।
Hindustan TV Bangla Bengali News Portal