দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের নর্বনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ। আজ, বুধবার দুপুরে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। বিধানসভার নৌসর আলি কক্ষে এদিন আলিফা আহমেদকে শপথবাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠের সময় উপস্থিত ছিলেন অন্যান্যরা। দিন কয়েক আগেই ঠিক হয়েছিল বুধবার শপথ নেবেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ।বিধানসভার নৌশের আলি কক্ষে এদিন একগুচ্ছ নেতা-মন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, সুজিত বসু, মুখ্য সচেতক নির্মল ঘোষ-সহ আরও অনেকে ৷নদিয়ার তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ মারা গিয়েছিলেন। সেই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯ জুন উপনির্বাচনের দিন ঠিক হয়। তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী করা হয় নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। প্রচারের শুরু থেকেই তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। জয়ের জন্য বরাবরই আশাবাদী ছিলেন। গত ১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন হয়। ২৩ জুন উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। গতবারের থেকেও বেশি ভোটে তিনি জয়ী হবেন। এই কথা জানিয়েছিলেন তিনি। ফলপ্রকাশের দিন শুরু থেকেই বিরোধীদের থেকে ভোটপ্রাপ্তিতে এগিয়েছিলেন তিনি। বেলা যত গড়াতে থাকে, ততই ভোটের ব্যবধান বাড়তে থাকে। ৫০ হাজারের বেশি ভোটে আলিফা আহমেদ নির্বাচনে জয়ী হন।এদিন শপথ বাক্য পাঠ করার পর বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতো কাজ করব । বাবার বাকি থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী আমাকে আইডি কর্মী থেকে একজন বিধায়ক হওয়ার সুযোগ দিয়েছেন । তার জন্য কৃতজ্ঞ থাকব ।” একইভাবে নির্বাচনের সময় কৌশল নির্ধারণে সাহায্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত বিধায়ক|
Hindustan TV Bangla Bengali News Portal