Breaking News

উল্টোরথের পরে মহরম, শ্রাবণী মেলা! প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সামনেই উল্টোরথ। তার ঠিক পরের দিনই মহরম | আবার ওই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা। পর পর উৎসব সামাল দিতে পারবে রাজ্য প্রশাসন? প্রস্তুতি কত দূর? জানতে নবান্নে বুধবার জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন মুখ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরাও এই বৈঠকে ছিলেন। সূত্রের খবর, তাঁদের উৎসব নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মমতা |এদিন প্রায় ৩০ মিনিট নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে সতর্ক থাকতে হবে, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। উল্টো রথের প্রস্তুতি বৈঠকেই উঠে এল শ্রাবণী মেলার প্রস্তুতি আলোচনা। ১০ই জুলাই-এর পর থেকেই শ্রাবণী মেলা শুরু হয়ে যাবে। শ্রাবণীমেলাকে কেন্দ্র করে একাধিক নির্দেশ দেওয়া হয় এই দিনের বৈঠকে। শনিবার, উল্টোরথেও দিঘায় ধুমধামের আয়োজন রয়েছে। এছাড়া, রাজ্যের অন্যান্য প্রান্তেও উল্টোরথ পালিত হবে। তার পরের দিন, রবিবারই রয়েছে মহরম। পর পর দু’টি উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর মমতা। সূত্রের খবর, বুধবারের বৈঠকে তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিক ও মন্ত্রীরা।আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। পুরো শ্রাবণ মাস জুড়ে এই মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। রাজ্যের নানা প্রান্ত থেকে তো বটেই, রাজ্যের বাইরে থেকেও শ্রাবণী মেলায় আসেন বহু মানুষ। মহাদেবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করেন তাঁরা। জুলাই এবং অগস্ট মাসের অধিকাংশ সময় জুড়ে তারকেশ্বরে শ্রাবণী মেলার ভিড় থাকে। এই ভিড় সামাল দিতে প্রতি বছরই হিমশিম খেতে হয় জেলা প্রশাসনকে। তা নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। শ্রাবণী মেলার ভিড় নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *