প্রসেনজিৎ ধর :- গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু এক মাছ ব্যবসায়ীর। এই ঘটনার পরই বুধবার সুরকি ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে মাহেশের সুরকি ঘাটে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শ্রীরামপুরের মহকুমাশাসক (এসডিও) শম্ভুদীপ সরকার,এসিপি শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর ও রিষড়া পুরসভার দুই পুরপ্রধান গিরিধারী সাহা ও বিজয় সাগর মিশ্র এবং শ্রীরামপুরের প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখার্জি। ছিলেন সেচ দফতরের আধিকারিকও। প্রতিনিধিদল ঘাট এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পরবর্তীতে এসডিও শম্ভুদীপ সরকার জানান, সাময়িকভাবে সুরকি ঘাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই ঘাটে এখন থেকে কেউ স্নান বা অন্য কোনও কাজ করতে পারবেন না। সুরকি ঘাট গঙ্গার একটা বিপজ্জনক বাঁকে আছে। তাই স্রোতের টান বেশি। বারবার এখানে জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে।’প্রসঙ্গত, গত তিন মাসে এই ঘাটেই চারজনের মৃত্যু হয়েছে গঙ্গায় ডুবে। গত ২৫ মে চার নাবালক স্নান করতে নেমে ডুবে যায় সুরকি ঘাটে। মঙ্গলবার এক ব্যবসায়ী তলিয়ে গেলেন। ব্যবসায়ীর দেহ এখনও উদ্ধার হয়নি। বারবার এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে স্থায়ীভাবে ঘাটটি কীভাবে আরও নিরাপদ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal