দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সমস্ত সরকার পোষিত কলেজে পরিচালন সমিতির মেয়াদ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের তরফে বুধবার একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বর্তমানে যেসব পরিচালন সমিতি কার্যরত রয়েছে, তারা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কাজ চালিয়ে যাবে।উচ্চশিক্ষা দফতর এক নির্দেশে জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা শিগগিরই শেষ হতে চলেছে, সেগুলির পুনর্গঠনের কাজ আপাতত বন্ধ থাকছে। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমান পরিচালন সমিতিগুলোকেই দায়িত্বে রাখা হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারও মতে, প্রশাসনিক শূন্যতা এড়াতে এবং প্রতিষ্ঠান চালু রাখতেই রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেকেই বলছেন, দীর্ঘ সময় ধরে এক পরিচালন সমিতিকে ক্ষমতায় রাখা হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এদিকে সাউথ ক্যালকাটা আইন কলেজ বন্ধ রাখা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত বিস্ময় প্রকাশ করেছেন। কলেজ বন্ধ রাখা নিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “পঠনপাঠন প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।”
Hindustan TV Bangla Bengali News Portal