প্রসেনজিৎ ধর, কলকাতা :-আগে মুরলিধর সেন লেনের বিজেপি দফতর কিংবা সল্টলেক দফতরের প্রেস কনফারেন্সের পেছনে থাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা রাজ্য নেতৃত্বের ছবি। কিন্তু শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই বদলে গেল মুরলিধর সেন লেনের প্রেস কনফারেন্স হলের ছবি। সাংবাদিক সম্মেলনের পেছনে কেবল পদ্মের ছবি।রাজ্য বিজেপির তরফে কোনও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হলে তার ব্যাকগ্রাউন্ডে রাজ্য সভাপতির ছবির ফ্লেক্স থাকতে। এবার সেই রীতি ভাঙলেন শমীক সূত্রের খবর, নয়া রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন, মুখ নয়, প্রতীক বড়। ব্যাকগ্রাউন্ডে তাঁর ছবি থাকবে না। শুধু দলের প্রতীক থাকবে। সেই মতো শনিবার মুরলি ধর সেন লেনের পুরোনো রাজ্যদপ্তরে কনফারেন্স হলে পদ্ম প্রতীকের ফ্লেক্স লাগানো হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিতেও রাজি নন শমীক। এভাবেই সাধারণ কর্মীদের আরও কাছের হয়ে উঠতে চাইছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এভাবেই সাধারণ কর্মীদের আরও কাছের হয়ে উঠতে চাইছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।যদিও বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমীক ভট্টাচার্য বিজেপির পুরনো কর্মীদের নতুন করে চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয় নিত্যদিন পুরোনো কর্মীদের সঙ্গে দেখা করে বৈঠকের পরিকল্পনা সারছেন তিনি। সুতরাং এ কথায় স্পষ্ট মানুষের লোকসভা নির্বাচনে তুলনামূলক ভালো ফলের পর হারিয়ে যাওয়া জেলা সংগঠনকেই আবারো ফিরিয়ে আনতে তৎপর বর্তমান রাজ্য সভাপতি |
Hindustan TV Bangla Bengali News Portal