Breaking News

ফের যান্ত্রিক ত্রুটি!রানওয়ে থেকে ওড়ার সময় বিকল থাইল্যান্ডের বিমান, ৩ ঘণ্টা ফ্লাইটে আটকে নাকাল যাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রানওয়ের মুখে পৌঁছেও উড়তে পারল না বিমান। কলকাতা বিমানবন্দরে ব্যাংককগামী থাই লায়ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে হঠাৎ ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। ঘণ্টার পর ঘণ্টা বন্দি থাকতে হয় যাত্রীদের। শেষপর্যন্ত বাতিল করা হয় ফ্লাইটটিকে। এদিকে যাত্রীদের রাখা হয় নিকটবর্তী একটি হোটেলে। জানা গিয়েছে, কলকাতা থেকে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমানকর্মীরা। তড়িঘড়ি সেটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। পরে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। এই ঘটনার পরেই বিমান সংস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, বিমানের ভিতরে এসি চলছিল না। ফলে গরমে সমস্যায় পড়তে হয় তাঁদের।এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, “১৫১ জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বিমানের পরিস্থিতি খতিয়ে দেখার সময় সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে উড়ানটিকে বাতিল করে দেওয়া হয়েছে। বিমানের যাত্রীদের হোটেলেরও ব্যবস্থা করে দেওয়া হয়। পরে অন্য একটি উড়ানের মাধ্যমে তাঁদের ব্যাংককে পৌঁছে দেওয়া হয়।”
এই ঘটনার পর ফের আন্তর্জাতিক উড়ানে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসেই আমদাবাদ থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান রানওয়ে ছাড়ার পরপরই ভেঙে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোয়িংয়ের এই বিমানে সমস্যা দেখা দেওয়ায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *