Breaking News

সল্টলেকে ভাড়া ঘর থেকে উদ্ধার বেসরকারি সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ!খুন নাকি অন্য কিছু তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সল্টলেকের মহিষবাথান মাঝেরপাড়া এলাকা থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। কলকাতায় বাড়ি হলেও মহিষবাথান এলাকায় ভাড়া থাকতেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের নাম পলাশ কান্তি মজুমদার (৩০)। বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। জানা গিয়েছে, প্রায় সাত-আট মাস আগে পলাশ মহিষবাথান মাঝের পাড়ায় একটি ঘর ভাড়া নিয়েছিলেন এবং সেখানে একাই থাকছিলেন।জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। কাজের সূত্রেই মহিষবাথান মাঝেরপাড়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। আজ, শনিবার সকাল থেকেই ওই এলাকার স্থানীয় বাসিন্দা পচা দুর্গন্ধ অনুভব করেন। অনুমান করা হয়, ওই ঘর থেকেই দুর্গন্ধ বার হচ্ছে। এরপরই স্থানীয়রা বিধাননগর ইলেকট্রনিক্স থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ওই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘরের ভিতরেই দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবক ঝুলছে।মৃতদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক গত সাত-আট ধরে ওই এলাকায় ভাড়া থাকছিলেন। তাঁর বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে কোনও অভিযোগও ছিল না। গত বেশ কয়েক দিন ধরে ওই যুবককে এলাকায় দেখা যাচ্ছিল না। ওই যুবক কি আত্মহত্যা করেছেন? নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। কিন্তু এ পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে। তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার আধিকারিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *