নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নরেন্দ্রপুর থানা এলাকায় খুন তৃণমূলের সক্রিয় কর্মী | রাস্তার ধারে ঝোপের ধারে মিলল দেহ। শনিবার রাতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক নাকি, ব্যবসায়িক কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।নরেন্দ্রপুর থানা এলাকার নোনা জয়কৃষ্ণপুরের একটি নির্জন ঝোপ থেকে সন্দীপের দেহ উদ্ধার হয়। তিনি পাশের বিষ্ণুপুর থানার বাসিন্দা। মৃতের পরিবার সরাসরি খুনের অভিযোগ জানালেও, এখনও পর্যন্ত কারও নাম উল্লেখ করেনি। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ি চালালেও, প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন সন্দীপ। সম্প্রতি একটি জমি সংক্রান্ত বিবাদেও জড়িয়ে পড়েছিলেন। ফলে খুনের পিছনে সেই বিরোধই রয়েছে কি না, তা এখন প্রশ্নের মুখে। তবে রাজনীতির চাপানউতোরও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কারণ, সন্দীপ ছিলেন এলাকার পরিচিত তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোথাও খুন করে তাঁর দেহ এনে ফেলে রাখা হয়েছে নির্জন ঝোপের ধারে। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal