Breaking News

বউমাকে ধর্ষণ শ্বশুরের, স্বামী জেনেও সায় দিয়েছে বাবাকে!মাটিয়ায় গ্রেফতার বাবা-ছেলে

নিজস্ব সংবাদদাতা :- বউমাকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত শ্বশুর| সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকেছে স্বামীও। এই অভিযোগে দুজনকেই গ্রেফতার করল পুলিশ। গোটা বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ পেয়ে পুলিশ কীর্তিমান বাবা-ছেলেকে গ্রেফতার করেছে । ধৃত বাবা ও তার ছেলেকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে । দু’জনকেই বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এনিয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, “নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । তদন্ত চলছে । এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।” জানা গিয়েছে, বছর পাঁচেক আগে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার মহিলার সঙ্গে বিয়ে হয় অভিযুক্তের ছেলের । তার বাড়ি বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। বিয়ের পর থেকে সুখেই কাটছিল স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন। কিন্তু তাতে হঠাৎই তাল কাটে। অভিযোগ, মাসদু’য়েক আগে ছেলের বউয়ের উপর কুনজর পড়ে শ্বশুরের। স্বামীর অনুপস্থিতিতে সে তার পুত্রবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সঙ্গে চলতে থাকে লাগাতার যৌন নির্যাতন।দিনদিন শ্বশুরের অত‍্যাচার বেড়ে চলায় শেষে সহ‍্য করতে না-পেরে স্বামীকে সব কথা খুলে বলেন নির্যাতিতা। কিন্তু তাঁর কথায় স্বামী কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। উল্টে বাবার কুকর্মে সায় দিয়ে গিয়েছে। প্রতিবাদ করার বদলে স্ত্রীকেই নিত্য মারধর করত। এতে শ্বশুরের সাহস আরও বেড়ে যায় বলে অভিযোগ। যৌন নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে শনিবার রাতে মাটিয়া থানায় শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগ পেয়ে রবিবার সকালে বাড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। শ্বশুর-স্বামী দু’জনেরই কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *