প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় তরুণ খুন | রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয়েছে তরুণের। এই ঘটনায় এক যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ,চলছে জিজ্ঞাসাবাদ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেহালা সখেরবাজারে। রবিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাপি অধিকারী। জানা গিয়েছে, এই বাপি সহ চার বন্ধু মিলে মদ্যপান করছিলেন সখেরবাজারে একদম ডায়মন্ড হারবার রোডের পাশে। অভিযোগ, সকাল নাগাদ বাপির সঙ্গে দীপু জানা নামে এক বন্ধু ঝামেলা শুরু হয়। মদের টাকার ভাগাভাগি নিয়ে সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় দীপু তাঁর বাবা কৃষ্ণ জানাকে ডেকে আনেন। এরপর অভিযুক্ত ও তাঁর বাবা বাপিকে টানতে-টানতে নিয়ে চলে আসে মার্কেটের ভিতর। সেখানেও বেধড়ক মারে তাঁকে। অভিযোগ, তখনই মৃত্যু হয় বাপির।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা ঠাকুরপুকুর থানার পুলিশ। যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনা অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। বাজারের সিসিটিভি দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ |ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইডও।
Hindustan TV Bangla Bengali News Portal