Breaking News

ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! শিলিগুড়ি-সিকিম রাস্তায় বাড়ল ভোগান্তি,সমস্যায় স্থানীয় এবং পর্যটকেরা

প্রসেনজিৎ ধর :-ধসের কারণে শিলিগুড়ি-সিকিমের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। পুরোপুরি বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন পর্যটকেরা। সোমবার সেভকের করোনেশন সেতুর কাছে আচমকাই ধস নামে। সেই ধস সরানোর কাজও চলছিল। কিন্তু বড় বড় পাথর সরানো কি মুখের কথা! মঙ্গলবার সকাল থেকে সামগ্রিক পরিস্থিতির জেরে আপাতত বন্ধ করা হল ১০ নম্বর জাতীয় সড়ক। মেশিন দিয়ে সরানো হচ্ছে পাহাড় থেকে নেমে আসা পাথর। তবে সমস্ত পাথর সরিয়ে রাস্তা পুরোপুরি সাফ করতে কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে পাথর পড়ে থাকায় রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াটা বিপজ্জনক। সেই সঙ্গে বৃষ্টির মধ্যে ফের পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে সমস্যা বাড়তে পারে। সেকারণে এবার আপাতত বন্ধ করা হল ১০নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য পর্যটকদের অন্যতম ভরসা হল এই ১০ নম্বর জাতীয় সড়ক। কিন্তু ধসের জেরে সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন তারা। ঘুরপথে যেতে হচ্ছে। পর্যটকদের পাশাপাশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *