দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার আনন্দপুর খাল থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ। বছর আটান্নের ওই প্রৌঢ়ের নাম সনৎ হালদার। তিনি কলকাতার পূর্ব রাজাপুরের বাসিন্দা।জানা গিয়েছে, গত ৪-৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ তাঁর বাড়ি বারুইপুরের পূর্ব রাজাপুর এলাকায় ৷ জানা গিয়েছে, দেহটি অর্ধেক খালের জলে ডুবে ছিল ৷ বাকি অংশ ডাঙায় ছিল ৷ দেহের পাশে পড়ে ছিল চশমা ও একজোড়া জুতো ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলকাতার আনন্দপুর এলাকার খালে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সেই খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ৷ পুলিশ সূত্রে খবর, দেহের কোমর থেকে পায়ের দিকের অংশ খালের জলে পড়েছিল ৷ আর বাকি অংশ উপরে ছিল ৷ ফলে খালের জলে ডুবে মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না ৷পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ পুলিশ সূত্রের খবর, দেহের পাশে উদ্ধার হয়েছে একজোড়া জুতো ও চশমা ৷ পাশে মদের বোতলও পড়েছিল ৷ ফলে পুলিশের অনুমান, তিনি মদ্যপান করে থাকতে পারেন ৷ তবে, সনৎ হালদারের মৃত্যু দুর্ঘটনা নাকি খুন, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে ৷পুলিশ মৃতের পরিচয় জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৷ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করে ৷ জানা গিয়েছে,৪-৫ দিন আগে নিখোঁজ হওয়ার পর বারুইপুর পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল পরিবার ৷ দেহ উদ্ধারের ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷ তিনি কোনও সমস্যার মধ্যে ছিলেন কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “এই ঘটনায় আমরা ইতিমধ্যেই স্থানীয় আনন্দপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি ৷ এখনও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷”
Hindustan TV Bangla Bengali News Portal