দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে এবার আরও সক্রিয় টাটা গোষ্ঠী । মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে বসেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।নবান্ন সূত্রের খবর, বৈঠকে রাজ্যে নতুন শিল্পস্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজে আসতে না পারলেও প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথাও বলেন। সেসময় রাজ্যে টাটা সন্স বিনিয়োগের বার্তা দিয়েছিল। আর বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চন্দ্রশেখরন কলকাতায় এলেন। এদিন বিকেলে নবান্নে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁরা একান্তে বৈঠক করেন। মনে করা হচ্ছে, বাংলায় শিল্পস্থাপন নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। এদিনের বৈঠক ঘিরে প্রশাসনিক মহলে ইতিবাচক সাড়া মিলেছে। সরকারি তরফে জানানো হয়েছে, “টাটা গোষ্ঠীর মতো প্রগতিশীল শিল্পপ্রতিষ্ঠান বাংলার প্রতি যে আগ্রহ দেখাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলা এখন শিল্পের উপযুক্ত গন্তব্য হিসেবে নিজেকে তুলে ধরছে।”
Hindustan TV Bangla Bengali News Portal