প্রসেনজিৎ ধর, কলকাতা :-নীতি আয়োগের রিপোর্টে বিহার হয়ে গেল বাংলা। সরকারি রিপোর্টে এত বড় ভুল কীভাবে হয়, সেই নিয়ে প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই সংক্রান্ত একটি পোস্ট করে তিনি নিন্দা করেছেন পুরো বিষয়টির। পাশাপাশি নীতি আয়োগে এই ভুল সংশোধনের কথা জানিয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরিকে চিঠি পাঠানো হয়েছে নবান্ন থেকে। মমতার চিঠিতে উল্লেখ করা হয়েছে এই ভুল একটি ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটি নয়।নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী দাবি করলেন, এটা কোনও অনিচ্ছাকৃত ভুল নয়। এটা রাজ্যের প্রতি অসম্মানের বহিঃপ্রকাশ।নীতি আয়োগের ওয়েবসাইটে ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে চার পাতার একটি নথি রয়েছে। সেই রিপোর্টটি নিয়েই বিতর্ক। পশ্চিমবঙ্গ সংক্রান্ত ওই রিপোর্টের প্রচ্ছদে ভারতের মানচিত্রে বিহারকে চিহ্নিত করা আছে। নীতি আয়োগের মতো দেশের প্রথম সারির একটি সরকারি প্রতিষ্ঠানের এমন ভুলকে কোনও সাধারণ ত্রুটি হিসাবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের পরিচয় এবং মর্যাদাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। বুধবার নীতি আয়োগের সহ-সভাপতিকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠানের সরকারি নথিতে এমন একটি গুরুতর ভুল শুধুমাত্র কোনও প্রযুক্তিগত ত্রুটি নয়। এর ফলে পশ্চিমবঙ্গের পরিচয় এবং মর্যাদাকে অপমান করা হয়েছে। নীতি আয়োগের সরকারি নথিতে এই ধরনের সাংঘাতিক ভুল মনোযোগ এবং রাজ্যগুলির প্রতি সম্মানের অভাবকেই প্রতিফলিত করে।”এই ঘটনার নিন্দা জানিয়ে নীতি আয়োগের থেকে ব্যাখ্যা চেয়েছেন মমতা। মানচিত্রে পশ্চিমবঙ্গকে দেখানোর বদলে কেন বিহারকে দেখানো হল, তা নিয়ে নীতি আয়োগকে দ্রুত ক্ষমা চেয়ে রিপোর্টটি সংশোধন করার জন্য বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।
Hindustan TV Bangla Bengali News Portal