প্রসেনজিৎ ধর, কলকাতা :-টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার দিনভর বৃষ্টি চলেছে শহরে। বুধবার সকাল থেকেও আকাশের মুখ ভার। কখনও ঝিরঝির করে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, এখনই পরিস্থিতির উন্নতির খুব একটা সম্ভাবনা নেই। কারণ গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে নিম্নচাপ অঞ্চল। রাজ্যে সক্রিয় বর্ষার বাতাসও। ফলে আগামী আরও কয়েক দিন বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণে।বুধবার রাতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ৷ এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে বারণ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।মঙ্গলবার রাতের পর বুধবার সকাল গড়িয়ে দুপুর হয়ে বিকেল- বৃষ্টির বিরাম নেই কলকাতা-সহ গোটা রাজ্যে ৷ ভারী বৃষ্টি হয়নি ৷ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি চলছে ৷ জমা জল জনজীবনের যন্ত্রণা নতুন করে বাড়ায়নি ৷ তবে আলাদা করে বলার মতো স্বস্তিও দেয়নি ৷ আলিপুর আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই বৃষ্টি-পরিস্থিতি চলবে। তবে বুধবারের পর থেকে বৃষ্টির ঝাপটা কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দুর্যোগ বজায় থাকবে ৷ সবমিলিয়ে একে একে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার হাত ধরে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ৷ হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। ধীরে ধীরে তা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরবে এবং আগামী দু’দিনে ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়ে পৌঁছোবে। এ ছাড়া মৌসুমি অক্ষরেখা রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জের উপর। নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। এছাড়াও একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে তেলঙ্গানা পর্যন্ত। রাজ্যে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। এর প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায়।
Hindustan TV Bangla Bengali News Portal