দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদই পড়লেন ‘দাগি’ বা চিহ্নিত অযোগ্যেরা | রাজ্য পাশে দাঁড়ালেও শেষরক্ষা হল না। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবারের শুনানিতে এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে এসএসসি।সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। নতুন করে পরীক্ষা নিতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। সেজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সুপ্রিম নির্দেশ মেনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সেই হিসেবে জুন মাসের শুরুতেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টের দাগিয়ে দেওয়া ‘অযোগ্য’রা অংশ নিয়েছেন বলে দাবি করেন মামলাকারীরা। তাতে গত সোমবার নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’দের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন।বৃহস্পতিবার আদালতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘দাগি’ অযোগ্যেরা নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যে ‘দাগি’ যাঁরা আবেদন জমা দিয়েছেন, তা-ও বাতিল করতে হবে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। এ বিষয়ে গত ৩০ মে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চলবে |
Hindustan TV Bangla Bengali News Portal