Breaking News

পহেলগাঁও হামলার পর পাশে দাঁড়িয়েছেন মমতা!‘সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন’,নবান্নে এসে দিদিকে আমন্ত্রণ ওমর আবদুল্লার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পহেলগাঁও কাণ্ডের পর নানাভাবে বাংলার মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পেয়েছেন ওমর আবদুল্লা। বাংলা সফরে আসার পর এই কথাই জানালেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বললেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ‘দিদি’ বাংলা থেকে লোক পাঠিয়ে সাহায্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দিন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।সাংবাদিকদের ওমর আবদুল্লা জানান, “দিদির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। তিনি বারবার জম্মু-কাশ্মীরের মানুষের পাশে থেকেছেন। অপারেশন সিন্দুরের পর সে সময় দিদি এখান থেকে টিম পাঠিয়ে সাহায্য করেছিলেন। সব রকম সহযোগিতা করেছিলেন। দিদিকে ধন্যবাদ।”
পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাশ্মীর ভ্রমণের জন্য আহ্বানও করেন ওমর। মুখ্যমন্ত্রী ছাড়াও, এরাজ্যের সাধারণ নাগরিকদেরও ভূস্বর্গ সফরের বার্তা দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনারা ঘুরতে আসুন।”তিনি আরও বলেন, “পহেলগাওয়ের ঘটনার পরে কিছুদিন হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর। দিনে ৫০টা বিমান যেত, তা নেমে গিয়েছিল ১৫-তে, এখন আবার বেড়ে হয়েছে ২০-২৫। কলকাতা থেকেও সরাসরি বিমান চালু হয়েছে। পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তাঁরা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি ফাঁকা কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি, এসেছি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জম্মু-কাশ্মীরের ভাইবোনদের পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওমর আবদুল্লা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কাশ্মীরে অতিথি হিসেবে যাওয়ার জন্য। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। পুজোর পরে চেষ্টা করব সেখানে যেতে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *