দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জোকা-বিবাদি বাগ মেট্র্রো প্রকল্পে জোরকদমে এগোচ্ছে কাজ। ১.৭ কিলোমিটার রাস্তা খোঁড়া শুরু হল বৃহস্পতিবার। এই পর্যায়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খোঁড়া হবে বলে জানা যাচ্ছে |জোকা-বিবাদী বাগ মেট্রোয় মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথে সুড়ঙ্গ নির্মাণের কাজ বাকি। এই মেট্রোর দ্বিতীয় পর্বের কাজই হল, ময়দান এলাকায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে পার্ক স্ট্রিট ছুঁয়ে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণ। বৃহস্পতিবার থেকে এই পর্বের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে।খিদিরপুরের সেন্ট টমাস স্কুলের জমিতে টানেল বোরিং মেশিনের ‘লঞ্চিং শ্যাফ্ট’ তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকেই বোরিং মেশিন ‘দুর্গা’ সুড়ঙ্গ খননের কাজ শুরু করল। প্রথম পর্যায়ে ১.৭ কিলোমিটার সুড়ঙ্গ কাটবে এই বোরিং মেশিন। চেন্নাই থেকে আনা হয়েছে মেশিনটি। দুর্গা ছাড়াও দিব্যা নামে আরও একটি বোরিং মেশিন রয়েছে। দ্বিতীয় পর্যায়ে ওই মেশিন দিয়ে খনন কাজ হবে। বৃহস্পতিবার সুড়ঙ্গ খননের কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোয় জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। উদয়কুমার জানান, ‘‘আজ কলকাতার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন।’’ আশা করা হচ্ছে, আগামী বছরের মধ্যেই ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ কাটার কাজ শেষ হয়ে যাবে।খিদিরপুর পর্যন্ত কাজ শেষের পর বৃহস্পতিবার নতুন রাস্তা ধরে কাজ এগোনোয় এই প্রকল্প নিয়ে আশাবাদী স্থানীয়রা। অনেকেই মনে করছেন, যে গতিতে কাজ চলছে তাতে খুব শীঘ্রই জোকা বিবাদী বাগ গোটা লাইনে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে।প্রসঙ্গত, এখন শুধুমাত্র নির্দিষ্ট কিছুদিন ও নির্দিষ্ট কিছু সময়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ও তারাতলা থেকে জোকা পর্যন্ত মেট্রো চলে। যাতে সেভাবে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ে না।
Hindustan TV Bangla Bengali News Portal