Breaking News

নিয়োগে গতি আনতে পদক্ষেপ! চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্ট দিতে হবে ৩০ দিনে, নির্দেশিকা নবান্নের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার গতি বাড়াতে কড়া পদক্ষেপ নিল নবান্ন। এবার থেকে চাকরিপ্রার্থীদের পুলিশি যাচাই এবং স্বাস্থ্যপরীক্ষা দু’টিই ৩০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এই নির্দেশ রাজ্যের সমস্ত দফতরকে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। লক্ষ্য একটাই, প্রয়োজনীয় ফর্মালিটিতে সময়ক্ষেপ রুখে যত দ্রুত সম্ভব প্রার্থীদের কাজে যোগদানের সুযোগ করে দেওয়া।নবান্নে খবর যাচ্ছিল পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে। এই বিষয়টি জানতে পেরেই তা রোধ করতে নির্দেশিকা জারি করল নবান্ন। সেই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্টের প্রক্রিয়া ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে।মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সময়সীমা না মানলে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রথমে সতর্ক করা হবে। তবু যদি একই ধরনের বিলম্ব বারবার ঘটে তা হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের মতে, এই পদক্ষেপ সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিময় ও সময়ানুবর্তী করে তুলবে। প্রার্থীরা যাতে প্রয়োজনীয় পরীক্ষাগুলির জন্য বছরের পর বছর অপেক্ষা না করেন সেদিকেই জোর দিতে চাইছে প্রশাসন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *