নিজস্ব সংবাদদাতা :-কর্তব্যরত চিকিৎসককে হুমকি এবং তাঁর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল লালবাজারে ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ ৷ অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দিয়েছেন স্কুল অফ ট্রপিক্যালের ডিরেক্টর ৷ তবে, পুলিশের তরফে কোনও এফআইআর দায়ের করা হয়নি ৷স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নিজের দিদা শাশুড়ির চিকিৎসা করাতে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে| সেই ঘটনাতেই এবার আরও বিপাকে তৃণমূল বিধায়ক৷ সূত্রের খবর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা শুভাশিস কমল গুহ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দিয়ে গত বুধবার কাঞ্চন মল্লিকের উপস্থিতিতে কী ঘটেছিল, তা সবিস্তারে জানিয়েছেন | শুধু তাই নয়, বিধায়কের আচরণের নিন্দা করে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই বিষয় চিঠি দিয়েছে | সূত্রের খবর, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ পেয়েই সেই চিঠি ডিসি সেন্ট্রালকে পাঠিয়েছেন| ডিসি সেন্ট্রাল সেই চিঠি বউবাজার থানাকে পাঠিয়ে অনুসন্ধান শুরু করার নির্দেশ দিয়েছেন | অনুসন্ধান করার পর যদি দেখা যায় যে ধর্তব্যযোগ্য কোনও অপরাধ ঘটেছে, সেক্ষেত্রে এফআইআর দায়ের করবে পুলিশ | গত বুধবার সস্ত্রীক স্কুল অফ ট্রপিক্যালে যান কাঞ্চন | অভিযোগ, সেখানে বিভাগীয় প্রধানকে বদলির হুমকি দেন তৃণমূল বিধায়ক ৷ এমনকি চিকিৎসকের সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে | সেই নিয়েই তাঁর বিরুদ্ধে এ দিন লালবাজারে একটি অভিযোগ দায়ের করা হয় স্কুল অফ ট্রপিক্যালের ডিরেক্টরের তরফে ৷ লালবাজার সূত্রের খবর, সংশ্লিষ্ট চিঠিতে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে ৷ চিঠি পেয়ে কমিশনার মনোজ ভার্মা বিষয়টি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের কাছে হস্তান্তর করেন ৷ উল্লেখ্য, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন উত্তর কলকাতায় অবস্থিত ৷ ফলে এই ঘটনাটি ডিসি সেন্ট্রালের বউবাজার থানার অন্তর্গত ৷ ইন্দিরা মুখোপাধ্যায় বিষয়টি খতিয়ে দেখার জন্য বউবাজার থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দেন ৷
Hindustan TV Bangla Bengali News Portal