Breaking News

বিয়ে করতে ম্যাট্রিমনি সাইটে ঢুকে প্রতারণা!‘প্রতারকে’র ফাঁদে ৪২ লক্ষ টাকা খোয়ালেন তরুণী,গ্রেফতার ২

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রথমে পরিচয়। তারপর তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিশ্বাস অর্জন করা। সেই বিশ্বাস থেকেই ওই পরিবারের থেকে ৪২ লক্ষ টাকা প্রতারণা করে গা ঢাকা দেওয়ার অভিযোগ। পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম জাহির আব্বাস ও অভিষেক রায়। একটা চক্র কাজ করছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির কামারকুণ্ডুতে |হুগলির কামারকুণ্ডু এলাকায় ওই তরুণীর বাড়ি। বিবাহের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে তাঁর অ্যাকাউন্ট খোলা ছিল। সেখানেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। নিজেকে চালের ব্যবসায়ী বলে ওই যুবক পরিচয় দিয়েছিলেন। ধীরে ধীরে কথাবার্তা, আলাপ-পরিচয় বাড়ে। ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন ওই যুবক। ভালো ব্যবহারে ওই তরুণীর পরিবারে বিশ্বাস জয় করেছিলেন ওই যুবক। দু’জনের সম্পর্ক পরিণতির দিকে যাচ্ছে বলেও ওই পরিবার মনে করেছিল। তবে সব আলাপ-পরিচয়ই ফোন ও ইন্টারনেটের মাধ্যমে চলে। এই অবস্থায় অভিযুক্ত তরুণীর কাছে টাকা চায়। দফায় দফায় ৪২ লক্ষ টাকা ওই পরিবারের থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরই ওই সাইটের অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শেষপর্যন্ত গত ২৬ মে হুগলি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।হুগলি গ্রামীণ সাইবার পুলিশ কামারকুন্ডু এলাকায় তদন্ত করে সাফল্য পায়। অনলাইন প্রতারণার একটি বড় চক্রের মুখোশ উন্মোচিত হয়েছে। কামারকুন্ডু সাইবার ক্রাইম থানার সীমানায় একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রকে পুলিশ ধরেছে, যারা ম্যাট্রিমোনিয়াম সাইটে বিয়ের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।পুলিশের মতে, চক্রের সদস্যরা ব্যবসায়ী সেজে বিয়ের প্রস্তাব পাঠাত এবং আস্থা অর্জনের পর ধীরে ধীরে টাকা দাবি করতে শুরু করে। এভাবে, ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৪২ লক্ষ টাকা প্রতারণা করা হয়। জহির নামের অভিযুক্তকে ১০ জুলাই মধ্যরাতে খানাকুল থেকে গ্রেফতার করা হয়, আর অভিষেককে ৩ জুলাই ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *