Breaking News

নদীবক্ষে থার্মোকল আঁকড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা! মেটিয়াবুরুজে ৬ জনকে উদ্ধার করলেন এএসআই

প্রসেনজিৎ ধর, হুগলি :- দল বেঁধে হুগলি নদীতে স্নান করতে গিয়ে বিপাকে পড়েছিল ৬ নাবালক। জলের স্রোতে ভেসে যাচ্ছিল তারা। কলকাতা পুলিশের এএসআই মানিক দের তৎপরতায় প্রাণে বেঁচেছে ৬ জনই।রবিবার দুপুর আড়াইটের পরের ঘটনা। ছয় নাবালক মেটিয়াবুরুজের বাসিন্দা। বিচালি ঘাটে স্নান করতে গিয়েছিল তারা। ওই সময়ে নদীর ধারে টহলদারির দায়িত্বে ছিলেন মানিক। নেতাজি সুভাষ ডকের সামনে আচমকা তিনি ছয় শিশুকে ভেসে যেতে দেখেন। প্রাণভয়ে নদী থেকে চিৎকার করছিল তারা। সামান্য থার্মোকলে খুব একটা কারও সুবিধা হচ্ছিল না। মানিক দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি লঞ্চকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের সাহায্যে নদী থেকে ছ’জনকে উদ্ধার করেন।জল থেকে ওঠার পর নাবালকেরা জানিয়েছে, তারা স্নান করছিল। হঠাৎ জলের স্রোত বেড়ে যায়। তাদের মধ্যে থেকে এক জন তোড়ে ভেসে যায়। প্রায় ডুবেই যাচ্ছিল ওই বালক। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে। সেই সময়ে সামনেই তারা থার্মোকলটি পেয়েছিল। সেটা আঁকড়ে কোনও রকমে ভেসে ছিল জলে। কিন্তু স্রোতের বিরুদ্ধে তাতে খুব একটা লাভ হয়নি। সে সময়ে স্রোত ছিল উত্তরমুখী, ফলে তারা উত্তর দিকে ভেসে যাচ্ছিল খুব দ্রুত। ২টো ৪৫ মিনিট নাগাদ তাদের জল থেকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর ছয় নাবালককে পশ্চিম বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ছ’জনকে।নাবালকদের কথায়, “বন্ধু ভেসে যাচ্ছিল। দেখতে পেয়ে আমরা সবাই নামি। কিন্তু তারপর আর উঠতে পারছিলাম না।” কার্যত মৃত্যুর মুখ থেকে সন্তানদের ফিরে পেয়ে পুলিশকে কুর্নিশ জানিয়েছেন অভিভাবকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *