Breaking News

নবান্ন অভিযানে দফায় দফায় উত্তেজনা, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধি দল!

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-সকাল থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের নবান্ন অভিযান উত্তাপ বাড়িয়েছিল। দীর্ঘ সময় পর চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছে চাকরিহারাদের প্রতিনিধি দল।তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে দেওয়া হোক যোগ্যদের তালিকা, বাকিদের পরীক্ষা নেওয়া হোক। আর সেই দাবির কথা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। সে কারণেই নবান্ন অভিযানের ডাক দেন ‘যোগ্য’ চাকরিহারারা। সে কারণে নবান্ন অভিযানের ডাক। এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়, তা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া ‘যোগ্য’ চাকরিহারা।চাকরিহারাদের দাবি, মুখ্যমন্ত্রী নিজেকে ‘সততার প্রতীক’ বলে দাবি করেন। আর এদিকে তাঁদের দাবিও সততার জন্যই। তাই সেই দাবি মেনে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের সাফ কথা, যোগ্যদের প্রতি অনাচার করছে সরকার। পাশে দাঁড়াচ্ছে না। তাই নবান্ন অভিযান ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না বলেও মন্তব্য। শেষমেশ মুখ্যসচিবের সঙ্গে দেখা করে নিজেদের একাধিক দাবির কথাই আরও একবার তুলে ধরতে চান তাঁরা।এদিন নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা ছিল আগে। সে কারণে নিরাপত্তা আঁটসাঁট করা হয়। জিটি রোডের বঙ্গবাসী মোড়, ফরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজিপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড়ে ব্যারিকেড বসানো হয়। এছাড়া নবান্ন সংলগ্ন শিবপুর, মন্দিরতলা, বেলেপোল এলাকাতেও ছোট গার্ডরেল বসানো হয়। মূল চার পয়েন্টে ২৫টি করে হাই রেজোলিউশনের ক্যামেরা বসানো হয়। প্রতিটি পয়েন্টে মোতায়েন রয়েছে র‍্যাফ। দু’টি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে দিনভর কন্ট্রোলরুমে বসে নজরদারি করছেন পুলিশকর্মীরা। বিভিন্ন কমিশনারেট থেকে বাড়তি দু’হাজার পুলিশও নিয়ে আসা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *