দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অবশেষে সব জল্পনার অবসান। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। গত ২৯ মে রাজ্যে এসে আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকী, ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। এরপর শমীক ভট্টাচার্যর সঙ্গে বৈঠক হয় বিজেপি নেতার। এরপরই দিল্লিতে যান দিলীপ ঘোষ। ফিরে এসেই এবার প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভায় আমন্ত্রণ পেলেন বিজেপি নেতা।
এবার আরও একধাপ এগিয়ে গেল সেই প্রক্রিয়া। দিলীপ ঘোষের কাছে পৌঁছে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আমন্ত্রণ পত্র। বিজেপির অন্দরে গুঞ্জন শমীক জমানাতেই গুরুত্ব বাড়তে শুরু করেছে দিলীপ ঘোষের |
Hindustan TV Bangla Bengali News Portal