প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল আলিপুর সিবিআই আদালতে| অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতি দমন আইনের অধীনে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আগামী ২২ জুলাই থেকে মামলার বিচারপর্ব শুরু হবে বলে আদালত জানিয়েছে।হাইকোর্টের নির্দেশে আরজি করে দুর্নীতির তদন্ত করছে সিবিআই। তাদের চার্জশিটে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ছাড়াও নাম রয়েছে আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। তাঁরা সকলেই এখন জেলবন্দি। আরজি কর হাসপাতালে তিন বছরেরও বেশি সময় ধরে আর্থিক দুর্নীতি চলেছে বলে অভিযোগ রয়েছে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আরজি করে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ঘনিষ্ঠ’দের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন।
আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় গত বছর ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ-সহ পাঁচ জনের। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। টানা কয়েক দিন সিবিআই তাঁকে দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। তার পরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে এই মামলার সূত্র ধরে বিপ্লব, আফসার এবং সুমনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। এই মামলায় শেষ গ্রেফতার করা হয় আশিসকে।অভিযোগ, আরজি কর হাসপাতালে তিন বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডারে ব্যাপক দুর্নীতি চলেছে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগের ভিত্তিতে উঠে আসে, কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বেআইনি সুবিধা দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন।এদিন আদালতে চার্জ গঠনের পরে বিচারক জানান, আগামী ২২ জুলাই থেকে মামলার শুনানি শুরু হবে। সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal