দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বন্ধুদের সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়ে অঘটন | দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে সমুদ্রস্নানে নেমে ভেসে গেলেন এক পর্যটক। বঙ্গে দুর্যোগ চলছে। ফলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেসবকে গুরুত্ব না দিয়ে বকখালিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন পর্যটক। দীর্ঘ তল্লাশির পর সোমবার উদ্ধার হয়েছে যুবকের দেহ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।জানা গিয়েছে, ওই যুবকের নাম ইমতাজুল আরফিন। তাঁর বয়স ২৪ বছর। বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা তিনি। রবিবার তিন বন্ধুর সঙ্গে বকখালি বেড়াতে গিয়েছিলেন ওই যুবক। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। উপকূলবর্তী এলাকার পরিস্থিতি জটিল। উত্তাল সমুদ্র, বাড়ছে জলস্তর। তারই মাঝে রবিবার দুপুরে নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্রে নামেন ইমতাজুল আরফিন। জলের স্রোতে তলিয়ে যান তিনি। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। সমুদ্রে নামানো হয় ডুবুরি।শেষ পাওয়া খবর অনুযায়ী, সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে দেড় থেকে ২ কিলোমিটার দূরে নামখানার পাতিবুনিয়ায় বিচের ধারে একটি জঙ্গলের মধ্য থেকে ওই যুবকের দেহ মেলে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ছেলের বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়ার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে গিয়েছেন বাবা পিনাকি আরসিন। তিনি বলেন, ‘‘শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ও। জানতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কিন্তু এমন ঘটে যাবে, কে ভাবতে পেরেছিল” ; প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, পর্যটকদের সমুদ্রস্নানের সময় পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
Hindustan TV Bangla Bengali News Portal