Breaking News

২১শে জুলাইয়ের আগেই রাজ্য সফরে প্রধানমন্ত্রী!জেনে নিন মোদীর বঙ্গ সফরের নির্ঘণ্ট,মোদীর সফর ঘিরে তুঙ্গে তোড়জোড়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তার ঠিক তিন দিন পর ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে ‘মেগা র‍্যালি’| তার ঠিক আগেই রাজ্য সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী, যা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজ্য রাজনীতির পারদ। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোদি ১৮ জুলাই বঙ্গ সফরে আসছেন| ওই একই দিনে বিহারে বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর| রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ১৮ জুলাই দুপুরে মোদির বিমান অন্ডাল বিমান বন্দরে অবতরণ করবে| সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামে| সেখানেই এক জনসভায় ভাষণ দেবেন মোদী| বিজেপি সূত্রে প্রধানমন্ত্রীর সফরের নির্ঘণ্ট প্রকাশ করে জানানো হয়েছে, আগামী শুক্রবার বেলা ১,৪৫ এর বিমানে বিহারের দারভাঙা বিমানবন্দর থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি| বেলা ২,৪৫ নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে পরবর্তী সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী| বেলা তিনটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত দুর্গাপুরে বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী| ৩,৪০ নাগাদ উপস্থিত হবেন নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরে জনসভায়| এরপর বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী শুধু সরকারি প্রকল্প উদ্বোধন নয়, দলের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও দেবেন| তৃণমূলের ২১ জুলাইয়ের সভার আগে প্রধানমন্ত্রী মোদির এই সভা যে বিজেপির পাল্টা শক্তি প্রদর্শন, তা আর বলার অপেক্ষা রাখে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *